Birendra Krishna Bhadra’s recitation of the Mahishasurmardini shlokas on Mahalaya morning is a cherished tradition in Bengal. His voice, infused with emotion and gravitas, brings the story of Devi Durga’s victory over the buffalo demon to life.
Bhadra first recited the Mahishasurmardini shlokas on All India Radio Calcutta in 1931. His recitation was so popular that it has been aired every year since then, becoming an integral part of the Mahalaya celebrations in Bengal.
Bhadra’s recitation is more than just a recitation of the shlokas. It is a performance, a reenactment of the epic battle between good and evil. Bhadra’s voice modulates to capture the different moods of the story, from the serenity of the goddess to the ferocity of the demon.
The Mahishasurmardini shlokas are a testament to the power of faith and the triumph of good over evil. Bhadra’s recitation of these shlokas is a reminder of the importance of these values in our lives.
Subho Mahalaya in Bengali
জগৎজুতি দূর্গে দেবী সর্বকারন্যে,
বাণীপ্রতি তুমি ধরা বাণীতে বিমলে।
কেবল দুঃখহরণ দূর্গে দূর্গামাতারি,
তোমার বিনয় নত গৃহে গৃহে কাজ করে।
তোমার মন্দিরে বাণী কবিরাজ নাতে।
পাঞ্চবত্রি নম্বর দূর্গে দূর্গামাতারি।
তোমার বাণী নিত্য শুনে মহিষাসুরমরণে,
বানবী দাসতা তোমার উপহার সুন্দর।
তোমার মন্দিরে নতে বাণীপ্রতিকৃতি,
তোমার মুখে নতে মহিষাসুরমরণী।
তোমার মন্দিরে পুজোরুপে পালকমন্ত্রী,
সুন্দর হায় অন্ধকারে দেখি তোমারি।
মহিষাসুরের মুখে বিমল দুর্গারণ্য,
জয় তুমি দিও মন্দিরে অপূর্ব আরাধ্য।
অবগুণ মুক্ত করি তোমারি গৃহেশ্বরি,
তোমার মন্দিরে নত প্রতিষ্ঠিত দেবী জগোপর্বে।
আবেগপূর্ণ মহিষাসুরকোটি সমুদ্রে,
তোমার নিষ্কলঙ্ক চূড়া শবলেরি।
তোমার দোহানে মহিষাসুরে সুবালচি,
পালকমন্ত্রী প্রেমে ধরে সমাজের দালচি।
তোমার মন্দিরে দুর্গে তুমি সর্বকারন্যে,
বাণীপ্রতি তুমি ধরা বাণীতে বিমলে।
কেবল দুঃখহরণ দূর্গে দূর্গামাতারি,
তোমার বিনয় নত গৃহে গৃহে কাজ করে।
মহিষাসুর মরণ পূজা প্রতিবারই,
শরদ আশ্বিনে তুমি তোমার দূর্গামাতারি।
পুজা পাঠে তোমার সর্বসময় বিদ্যমাতারি,
তোমার মন্দিরে প্রতিবারই মিলে সাজি।
দূর্গা মা, তোমার মহিমা অপরূপ,
শ্রদ্ধাঞ্জলি তোমায় জানাই আমি সার্বদা।
পুজো প্রসংগে তোমার পুজোতে আমি,
তোমার দাসী তোমায় সাজাই সার্বদা।